
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকার ডাকে সারা দিয়ে বাড়িতে আসতেই স্থানীয়দের হাতেনাতে পাকড়াও প্রেমিক যুবক। প্রেমিক যুবককে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শীতলকুচির ব্লকের মিরাপাড়া এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতলকুচির মিরাপাড়া এলাকার বনশ্রী বর্মন দীর্ঘদিন বিহারের একটি ইটভাটায় কাজ করতে যান। সেই সময় বিহারে কাজ করতে যাওয়া এক শীতলকুচির যুবকের সাথে বনশ্রীর বিবাহ হয়। যদিও ওই বিয়েতে রাজী ছিল না বনশ্রী। তারপর তাদের একটি সন্তান হয়। স্বামী, সন্তান থাকা স্বত্বেও ওই মহিলা পরপুরুষে আসক্ত ছিলেন বলে অভিযোগ। তারপর বিহার থেকে স্বামীর বাড়িতে আসেন বনশ্রী। সেখানে এসে শীতলকুচি বাজারে কসমেটিকের দোকানে দুজনের দেখা হয়। সেখানে দুজন দুজনের সাথে পরিচয় হয়,তারপর নানান আলাপচারিতার মধ্য দিয়ে বনশ্রী ও দুলালের প্রেমের সুত্রপাত হয়। দীর্ঘ সাত মাস ধরে তারা পরকীয়ায় লিপ্ত ছিলেন, একে অপরের সাথে একাধিক বার শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন বলে অভিযোগ। তারপর তাদের পরকীয়া আর জমে ওঠে। স্বামীর অবর্তমানে দিনে দুপুরে প্রেমিক দুলালকে ডেকে নিয়ে আসতেন বলে অভিযোগ। তারপর গত দুদিন আগে বনশ্রী স্বামীর বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক দুলালের বাড়িতে যান। সেখান থেকে বনশ্রীকে বুঝিয়ে তারা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। তারপর থেকে বনশ্রী বারবার প্রেমিক দুলালকে ফোন করে ডাকেন এবং আত্মহত্যা করবার হুমকি দেন। তাই আজ সকালে প্রেমিক দুলাল বর্মণ বনশ্রী বর্মণের বাড়িতে যান। সেই সময় স্থানীয়রা তাকে আটক করে মারধোর করেন এবং প্রেমিক যুবককে পুলিশের হাতে তুলে দেন।
এবিষয়ে প্রেমিক দুলাল বর্মন জানান, শীতলকুচি বাজারে কসমেটিকের দোকানে দুজনের দেখা-সাক্ষাৎ হয়। সেখান থেকে আমাদের প্রেমের সূত্রপাত। আমরা দীর্ঘ সাতটি মাস ধরে নানাভাবে মিলিত হয়ে ছিলাম। যদিও প্রেমিকার স্বামী রয়েছে এমনকি তাদের একটি পাঁচ বছরের সন্তানও রয়েছে। তারপরেও আমি ও বনশ্রীর প্রেম বেশ মজেছি। আমরা দুজনে বিবাহের জন্য প্রস্তুত রয়েছি। যদি বনশ্রী ওর স্বামীকে ডিভোর্স দেয়, তাহলে আমি তাকে বিয়ে করবো। বনশ্রী আমার বাড়িতে গিয়েছিল। ওর বাবা-মা আমাদের বাড়ি থেকে তাকে নিয়ে আসেন। তারপর দুই দিন ধরে আমাকে বনশ্রী আমাকে ফোন করে তার বাড়িতে ডাকে। আজ সকাল বেলা বনশ্রী আত্মহত্যা করবার হুমকি দিয়ে আমাকে তার বাড়িতে আসতে বাধ্য করায় বলে প্রেমিকের দাবি।
প্রেমের টানে সমস্ত রকম বাধাকে উপেক্ষা করে প্রেমিকার কাছে ছুটে আসেন প্রেমিক যুবক,আর তাতেই গণধোলাইয়ের শিকার হন পরকীয়ায় মত্ত প্রেমিক দুলাল বর্মন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শীতলকুচি থানার পুলিশ। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই প্রেমিক যুবককে।
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে